ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালের ৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৫, মার্চ ২৫, ২০১৯
বরিশালের ৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা বরিশালের ৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ব‌রিশাল: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সব প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে এ ৭টির মধ্যে ৪ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



এর মধ্যে বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের সুলতান মাহমুদ পেয়েছেন ১১ হাজার ৫৯২ ভোট।

উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) ৯২ হাজার ১৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৬ ভোট।

বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক ৩০ হাজার ৪৯৪  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকের মোজাম্মেল হক (ফিরোজ) পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

বরিশালের ৭ উপ‌জেলায় ৪৮৫টি কেন্দ্রে মোট ভোটার ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার।

বাংলা‌দেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।