ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিধি লঙ্ঘনে এমপি খোকাকে সোনারগাঁও ছাড়ার নির্দেশ ইসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
বিধি লঙ্ঘনে এমপি খোকাকে সোনারগাঁও ছাড়ার নির্দেশ ইসির

নারায়ণগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে তার এলাকা সোনারগাঁও ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। 

কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ২৫ মার্চের মধ্যেই এলাকা ছাড়ার এ আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণাসহ নির্বাচনী বিভিন্ন কাজে অংশগ্রহণের অভিযোগ পাওয়া গেছে, যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২২ এর বিধি অনুযায়ী নিষেধ।

সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না বলে বিধি থাকলেও তা ভেঙে লিয়াকত হোসেন খোকা প্রচারণায় অংশ নেওয়ায় তাকে ২৫ মার্চের মধ্যেই এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকা প্রার্থীর বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক)।

এ বিষয়ে যোগাযোগ করতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।