ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

৭ এপ্রিলের মধ্যে সরাতে হবে ময়মনসিংহের প্রচারসামগ্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
৭ এপ্রিলের মধ্যে সরাতে হবে ময়মনসিংহের প্রচারসামগ্রী 

ঢাকা: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনের আগাম প্রচারসামগ্রী আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণ করতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ মে এ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন।  

নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণ করার জন্য ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।