ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারের উপস্থিতি কম ফেনীতেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ভোটারের উপস্থিতি কম ফেনীতেও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর চারটি উপজেলায় চলছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সকাল ৯টার দিকে ফেনী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে এক ঘণ্টায় একটি ভোট কাস্ট হয়েছে।

এ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হলেও ভোটারদের মধ্যে কোনো ধরনের আগ্রহ দেখা যায়নি।

শহরের ফেনী পাইলট হাইস্কুল, আলিয়া মাদ্রাসা ও পিটিয়াই কেন্দ্রে গিয়েও ভোটকেন্দ্র ফাঁকা দেখা য়ায়।

ফেনী জেলায় ছয় উপজেলার মধ্যে চারটিতে ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী ও ফুলগাজীতে নির্বাচন হচ্ছে।

বাকী দুই উপজেলা পরশুরামে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে শুধু মাত্র ফেনী সদরে ইভিএমে ভোট হবে।

সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব বিরোধীদল উপজেলা নির্বাচন বয়কট করায় এবং জাতীয় নির্বাচনে ভোট দিতে না পেরে উপজেলা নির্বাচন নিয়ে আমজনতার মধ্যে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই। তবে অনেক ভোটার বলেছেন, সুষ্ঠু নির্বাচন ও পরিস্থিতির উন্নতি হলে তারা ভোট দিতে যাবেন।

এদিকে মাঠে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন স্তরের নিরাপত্তায় পুলিশ-আনসার সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে। মাঠে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারি বাংলানিউজকে জানান, সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএমে নির্বাচন হচ্ছে। ইভিএমে ভোট প্রয়োগে ভোটারদের অভিজ্ঞতার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আশা করা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।