ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) রাত ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান ১ লাখ ৪১ হাজার ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মুকিতুর রহমান রাফি পেয়েছেন ৫৭ হাজার ৬২৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম সরকার ৫৭ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুর রহমান খন্দকার পেয়েছেন ৫১ হাজার ৭৬০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাকিলা বেগম ৫১ হাজার ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উম্মেজাহান পেয়েছেন ২৯ হাজার ৩৫৩ ভোট।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।