ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: মেঘনায় আ’লীগ প্রার্থী রতন নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
উপজেলা নির্বাচন: মেঘনায় আ’লীগ প্রার্থী রতন নির্বাচিত

কুমিল্লা: চতুর্থ ধাপের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলায় স্থগিত হওয়া দু’টি কেন্দ্রের পুনর্নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল্লা মিয়া রতন শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গত ৩১ মার্চ নির্বাচনে উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী রতন শিকদার বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলামের চেয়ে ১৯৩৭ ভোটে এগিয়ে ছিলেন।

বুধবার (১৭ এপ্রিল) স্থগিত হওয়া চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয় ও বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

দু’টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ১ হাজার ১৯৭ এবং স্বতন্ত্র প্রার্থী (আনারস) ১ হাজার ৭২৭ পান।

পুনর্নির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল্লা মিয়া রতন শিকদার নৌকা প্রতীকে ১৮ হাজার ১৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭২৮ ভোট।

মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন এ ফলাফল নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।