ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিতে পারবেন হিজড়ারা: ইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ভোট দিতে পারবেন হিজড়ারা: ইসি ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): এবার থেকেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায় (হিজড়া) ভোট দেওয়ার সুযোগসহ নাগরিকত্ব সুবিধা পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা হলরুমে প্রথম ধাপের হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্য দিয়ে হিজড়া সম্প্রদায় তাদের পরিপূর্ণ অধিকার পেতে যাচ্ছে।

এতে করে তাদের নাগরিক দায়িত্ববোধ আরও বেড়ে যাচ্ছে।  

এসময় হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে তৃতীয় লিঙ্গের কয়েক জনের তথ্য সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, সাভার উপজেলার মেয়র আবদুল গণিসহ প্রমুখ।

মঙ্গলবার থেকে দেশব্যাপী ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এবারের হালনাগাদে ২০০২, ০৩ ও ০৪ সালে জন্ম নেওয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এদের মধ্যে ২০০২ সালের ভোটার তালিকা হালনাগাদকারীরা কেবল ২০২০ সালে ভোট দেবেন।

বাংলাদেশে সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।