ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পূর্বধলা উপজেলার চেয়ারম্যান সুজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
পূর্বধলা উপজেলার চেয়ারম্যান সুজন

নেত্রকোণা: উপজেলা পরিষদের পঞ্চম তথা শেষ ধাপের নির্বাচনে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জাহিদুল ইসলাম সুজন জয়ী হয়েছেন।
 

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী জাহিদুল ইসলাম সুজন ৫৮ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা মো. মাসুদ আলম তালুকদার টিপু পেয়েছেন ৩৪ হাজার ৬০৭ ভোট।

এরআগে, মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের সবকটিতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।