ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমোহন পৗেরসভায় ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
লালমোহন পৗেরসভায় ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভোলা: ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে তিনটি পদে ৬৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।  

এদিন, আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজীজ শাহিন ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকছুদ আহমেদও ভোলায় ফরম জমা দেন।  

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ২ জন মেয়র প্রার্থী, ৫২জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

লালমোহন পৌরসভায় পুরোনো নয়টি ওয়ার্ডসহ নতুন তিনটি ওয়ার্ড মিলিয়ে মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহাররে শেষ দিন ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।  

উল্লেখ্য, ২০১০ সালের ১০ ডিসেম্বর লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর এবার নির্বাচন হচ্ছে।  

লালমোহন পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার  ৮৮ জন আর নারী ভোটার ৯ হাজার ৩৯২ জন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমআরএ/ এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।