ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা পরিষদ: মহিলা আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
উপজেলা পরিষদ: মহিলা আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি প্রতীকী

ঢাকা: দেশের উপজেলা পরিষদগুলোর সাধারণ নির্বাচন সম্পন্ন করার পর এবার সংরক্ষিত মহিলা আসনগুলোর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
 

আইন অনুযায়ী, কোনো উপজেলার অধীনস্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যের তিন ভাগের এক ভাগ হচ্ছে ওই উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা। উপজেলার মহিলা সদস্যদের অন্য স্থানীয় নির্বাচনের মহিলা সদস্যরাই ভোট দিয়ে নির্বাচিত করেন।


 
চলতি বছর ছয় ধাপে প্রায় পাঁচশ উপজেলার নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মো. আশফাকুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা জেলায় চিঠি দিয়ে জানতে চেয়েছি কত সংখ্যক পদে নির্বাচন করতে হবে। সব জেলা থেকে যে তথ্য এসেছে, সেটা প্রায় এক হাজার ৫শ পদের মতো হবে।
 
২০১৫ সালের ১৫ জুন এক হাজার ৫শ পদে নির্বাচন করেছিল নির্বাচন কমিশন। এদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ নিয়ে বৈঠকেও বসবে সংস্থাটি।
 
কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের জুনে এ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।