ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভুল সংশোধনের সুযোগ এসেছে, ইসির প্রতি ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ভুল সংশোধনের সুযোগ এসেছে, ইসির প্রতি ইশরাক

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা কতটুকু হবে। এরপরও বলবো ইসির সুযোগ এসেছে অতীতের ভুল সংশোধন করে সুষ্ঠু নির্বাচন দেবার। আর সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় নিশ্চিত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।  

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, বারবার উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে উন্নয়ন হয়নি।

উন্নয়নের পরিবর্তে গত ১২ বছরে যে পরিমাণ টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে সে টাকা দিয়ে সব কয়টি নগরের উন্নয়ন সম্ভব ছিল। আমি বিজয়ী হলে বিশেষজ্ঞ এনে ঢাকা দক্ষিণের উন্নয়ন করবো।

‘বিএনপি ঐক্যবদ্ধ একটি দল, সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। ’
নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, সবাই উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় নিশ্চিত।

এ সময় বিএনপি নেতা মির্জা আব্বাস, আব্বাসপত্নী আফরোজা আব্বাস, বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী  শেখ ফজলে নূর তাপস। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।

ডিএসসিসি-তে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।