শুক্রবার (৩ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়। আদালতে তাজুর বিরুদ্ধে অন্যকোনো আবেদন না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পর বংশাল থানা পুলিশ তাজুকে গ্রেফতার করে। তিনি বংশাল থানা বিএনপির সভাপতি। দু’টি মামলায় পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানিয়েছিলেন, সুনির্দিষ্ট কারণে তাজুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতাসহ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
** ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
কেআই/ওএইচ/