ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৫ জানুয়ারি থেকে ইভিএম মক ভোটিং কেন্দ্রে কেন্দ্রে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
২৫ জানুয়ারি থেকে ইভিএম মক ভোটিং কেন্দ্রে কেন্দ্রে

ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন ভোট সামনে রেখে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম ভোটিং মেশিনের মক ভোটিং (প্রশিক্ষণ) দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইভিএম প্রদর্শনী চলছে।

২৭ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। এখানে শুধুমাত্র প্রার্থী, প্রস্তাবক ও প্রার্থীর সমর্থকরা প্রদর্শন বা প্রশিক্ষণ নিতে পারবেন।  

তিনি আরো বলেন, সাধারণ ভোটারদের জন্য প্রতিটি কেন্দ্রে ২৫ জানুয়ারি থেকে মক ভোটিং দেখানো হবে।

এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে ইভিএম প্রদর্শনী হলেও কোনো প্রার্থী বা সমর্থককে আসতে দেখা যায়নি। জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে চূড়ান্ত হওয়ার পরেই প্রার্থী ও সমর্থকরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
 
এদিকে সকাল থেকে প্রদর্শনী শুরু হলেও দুপুর দুইটা পর্যন্ত কোনো প্রার্থী বা সমর্থকদের ইভিএম পরিদর্শন করতে দেখা যায়নি। ইভিএম মেশিন নিয়ে ইভিএম কারিগরি টিমের সদস্য মো. মমিনুল ইসলাম প্রদর্শনী স্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।