ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ডিএনসিসির প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
ডিএনসিসির প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে শুক্রবার (১০ জানুয়ারি)।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা উত্তরের রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ওই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কাশেম। প্রথমে মেয়র এবং পরে কাউন্সিলর প্রার্থীদের পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।