বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় দলের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, এটা শুধু বিএনপির নির্বাচন নয়।
তিনি বলেন, যেখানেই কথা বলছি সেখান থেকে ব্যাপক সাড়া ইতোমধ্যে পাচ্ছি। আগামী দিনে আমাদের লক্ষ্য রাখতে হবে। জনগণ কিন্তু একজন প্রতিনিধিকে শুধু ভোট দিতে চাচ্ছেন না, জনগণ চাচ্ছে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। জনগণ ভোট দিয়ে তাদের ভোটের অধিকার রক্ষা করতে চায়। জনগণ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে চায়।
তাবিথ বলেন, এবার শুধু ইলেকশনে জেতার জন্য জনরায় হবে না। দেশের সব মানুষের জয় হবে। ভোটাররা অপেক্ষায় আছেন। ১৬ কোটি মানুষের পক্ষে রায় আনতে আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে। প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে। যেন ভোটের বাক্সে জনরায় নিয়ে আসতে পারি। আমরা যেন গণনা পর্যন্ত সেন্টারে থাকতে পারি। ফলাফল নিয়ে ফিরতে পারি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, নির্বাহী সদস্য ওমর ফারুক শাফিন, নিপুণ রায়, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএইচ/এসএ