ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দক্ষিণের নারী কাউন্সিলর বিএনপির প্রার্থী রাশেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
দক্ষিণের নারী কাউন্সিলর বিএনপির প্রার্থী রাশেদা

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটে সংরক্ষিত নারী কাউন্সিলর আসন-২ এর (৫, ৬ ও ৭নং ওয়ার্ড) বিএনপি সমর্থিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন হোসনে আরা চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হোসনে আরা চৌধুরী তার প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে রাশেদা বেগমকে সমর্থন দিয়েছেন।

এই দিন রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিজভী বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিল আসন-২ এর (৫, ৬ ও ৭নং ওয়ার্ড)  রাশেদা বেগমকে নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে বিএনপির  সমর্থন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।