রোববার (১২ জানুয়ারি) ঢাকা জজকোর্ট চত্বরে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে ভোটারদের কাছে আহ্বান জানান।
ইশরাক বলেন, দুর্নীতি আর দুশাসনের কবলে পড়ে ঢাকা এখন একটি যুদ্ধ বিধ্বস্ত শহরের চেয়েও খারাপ শহরে পরিণত হয়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বলেন, ঢাকাকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে ইশরাকের বিকল্প নেই। আমাদের এ তরুণ প্রার্থী তার বাবা-চাচাদের কাছে থেকে শিক্ষা নিয়েছে। তিনি নিজেও একজন প্রকৌশলী। তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে ঢাকা একটি উন্নত শহরে পরিণত হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোর্ট চত্বর থেকে বের হয়ে তাঁতীবাজার, শাখারিবাজার হয়ে নয়াবাজারের দিকে প্রচারণা চালাবেন বিএনপির মনোনীত এ মেয়রপ্রার্থী।
বাংলাদেশ সময়: ১৪২৪ জানুয়ারি ১২, ২০২০
এমএইচ/ওএইচ/