ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুগদা-সবুজবাগ-খিলগাঁওয়ে তাপসের নির্বাচনী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
মুগদা-সবুজবাগ-খিলগাঁওয়ে তাপসের নির্বাচনী প্রচারণা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মুগদা, সবুজবাগ ও খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় সবুজবাগের মানিকনগর বাসস্ট্যান্ড থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।  

মানিকনগর বাসস্ট্যান্ডে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে তাপস বালুরমাঠ, মাণ্ডা পর্যন্ত গণসংযোগ করেন।

এরপর তিনি দিনব্যাপী পর্যায়ক্রমে বাসাবো ও খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা করবেন বলে জানা যায়।  

আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার তাপস গণসংযোগকালে নৌকা মার্কার লিফলেট ভোটারদের হাতে তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। সেইসঙ্গে তিনি ভোটারদের সঙ্গে স্থানীয় নানা বিষয়ে কথা বলেন, খোঁজখবর ও কুশল বিনিময় করেন।

নির্বাচনী প্রচারণাকালে তার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যারিস্টার তাপসের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।  

প্রচারণা শুরুর আগে শেখ ফজলে নূর তাপস মানিকনগর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।