ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আতিকের বিরুদ্ধে ‘প্রতিনিয়ত’ বিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আতিকের বিরুদ্ধে ‘প্রতিনিয়ত’ বিধি লঙ্ঘনের অভিযোগ তাবিথের

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে তিনি এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আমি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

কিন্তু মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও তার পক্ষে সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধান লঙ্ঘন করে নিম্নরূপ আচরণ করে চলেছেন। ’

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আচরণ বিধিমালার ৮ বিধির ৪ উপবিধি লঙ্ঘন করে কারওয়ানবাজার ওয়াসা ভবনের উত্তর কোনায় কাঠের বৃহৎ সাইজের নৌকা উত্তোলন করা হয়েছে। ’

‘বিধিমালার ৮ বিধির ৫ উপবিধি লঙ্ঘন করে পান্থকুঞ্জের বীরউত্তম সিআর দত্ত রোডে নিজ ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যতীত দলীয় সাধারণ সম্পাদক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ অন্যান্য ছবি দিয়ে পোস্টার প্রস্তুত করে দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। ’

তাবিথ বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী প্রতিনিয়ত এ ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন। এর জেরে জনমনে নির্বাচন নিয়ে বিরূপ ধারণা জন্মাচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধও করেছেন তাবিথ।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।