বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছে লিখিতভাবে এ অভিযোগে করেন তিনি।
লিখিত অভিযোগে মো. আলী আকবর বলেন, আমি গত ১৩ জানুয়ারি ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সোনার খোলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছাত্রলীগ ও যুবলীগ নামধারী আনুমানিক ১৫ থেকে ২০ জনের একটি দল আমাদের বাধা দেয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রিটার্নিং অফিসার সশরীরে আমাদের অফিস পরিদর্শন করেছেন। তারা চলে যাওয়ার পরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই দিন রাতেই আমার সব নির্বাচনী পোস্টার কেটে ফেলে। এমতাবস্থায় ৪৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমরা চাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হোক।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন সংশ্লিষ্ট দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএমএকে/ওএইচ/