ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসি ঘেরাও বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ইসি ঘেরাও বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সরস্বতী পূজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন বন্ধ করার দাবিতে আল্টিমেটাম না মানায় ইসি ঘেরাও কর্মসূচির বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিদ্ধান্ত জানাবে আন্দোলনরতরা।

বুধবার (১৫ জানুয়ারি) শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করার পর জগন্নাথ হলের ভিপি উৎপল বিশ্বাস বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, আমাদের আল্টিমেটাম ইসি আমলে নেয়নি।

আমরা কর্মসূচি চালিয়ে যাবো। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায়  রাজু ভাস্কর্যে ফের বিক্ষোভ করবো, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেবো ইসি কার্যালয় ঘেরাও করবে কিনা।

এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

তিনি বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ পরিবর্তনের করতে হবে। নির্বাচন কমিশন বোকার স্বর্গে বসবাস করছেন। এসময় শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, ক্রিয়াশীল সমস্ত ছাত্রসংগঠনকে অপমান, অধিকার হরণের বিষয়ে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।