বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পংকজ দেবনাথ এসব আহ্বান জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
পংকজ দেবনাথ বলেন, স্বরসতী পূজা ৩০ জানুয়ারি। ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নিবাচন। এখানে ষড়যন্ত্র হচ্ছে কি না খতিয়ে দেখা দরকার। কারণ হিন্দুরা সব সময় নৌকায় ভোট দেয়। স্বরসতী পূজার দিন নির্বাচন, হিন্দুরা পূজা নিয়ে থাক, এর মধ্যে ভোট হয়ে যাক-এজন্যই এটা করা হয়েছে কিনা সেটা ভাববার বিষয়। এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিয়ে নির্বাচন দু্ই দিন পিছিয়ে দেওয়া যায় কি না? এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিলে নির্বাচন দুই দিন পিছিয়ে দেওয়া যায়। যদি নির্বাচন দুই দিন পিছিয়ে দেওয়া হয় তাহলে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আমরা তো অনেক কারণেই এসএসসি পরীক্ষা পিছাই। উচ্চতর আদালত থেকে রায় পাওয়া গেলে ২ দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। এটা উচ্চ আদালতে আপিলের রায়েও আসতে পারে, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশেও হতে পারে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসকে/এমএমএস