শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মৌলিক অধিকার খর্ব করার আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এমন কর্মকান্ড করা হচ্ছে বলে আমরা মনে করি। পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন আমাদের রক্তার্জিত সংবিধানের বুকে ছুড়িকাঘাত করেছে। ’
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন পূজার দিনে ভোটের আয়োজন করলে তা হবে ধর্মীয় স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা। ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হেনে নির্বাচন কমিশন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে না। ’
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এবি