মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ১২ তম দিনে ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, আমি ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেশনেত্রী খালেদা জিয়া, দেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের মনোনীত মেয়র পদপ্রার্থী।
তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই, আজকে ঢাকা শহরসহ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের ভোটাধিকার নেই। কথা বলার অধিকার নেই।
বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এ ধরনের গণজোয়ার আগে আমি দেখিনি। আওয়ামী লীগ অপশাসন-দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে জনগণ জাগ্রত হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্র কাজ করবে না। আমার বিশ্বাস আপনারা এভাবেই মাঠে থাকবেন। আমরা বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। সেখান থেকেই এই সরকারের পতনের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এভাবে যদি মাঠে থাকি কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন। এজন্য আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই পথসভার মাধ্যমে আজকে প্রমাণিত হয় পুরো ঢাকা শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আজকে আপনাদের বলতে চাই এই ধানের শীষ প্রতীক জিয়াউর রহমানের প্রতীক, ধানের শীষ প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক দেশনায়ক তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।
খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশে আজকে যে অন্যায়-অত্যাচার, নির্যাতন অপশাসন ও স্বৈরশাসন চলছে তার হাত থেকে রক্ষা করতে হলে ঢাকাবাসীকে শপথ নিতে হবে এবং আপনাদের কাছে আগামী ১ তারিখের নির্বাচনের জন্য একটি বড় সুযোগ। ধানের শীষ এবং ইঞ্জিনিয়ার ইশরাককে বিপুল ভোটে জয়যুক্ত করবার। দেশের গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধানের শীষকে জয়যুক্ত করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নবী উল্লাহ নবী, গিয়াস উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএইচ/এএটি