মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রায় সাহেব বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
ইভিএম-এ ভোটগ্রহণ প্রসঙ্গে তাপস বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে কারও শঙ্কা প্রকাশ করতে শুনিনি।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য, দক্ষ, সেবক হিসেবে নির্বাচিত করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঢাকাবাসীর উন্নয়নে নির্বাচন করছে না। তারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। তাদের নেত্রীকে মুক্ত করার জন্য। আমরা এই নির্বাচনে ঢাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে করছি। আমাদের কাছে এ নির্বাচন হচ্ছে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাপস এদিন সূত্রাপুর, কোতয়ালি, গেন্ডারিয়া, ইসলামপুর এলাকায় নির্বাচনী গণসংযোগে নৌকা মার্কার প্রচারণা চালাবেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরকেআর/জেডএস