বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মগবাজারের মধুবাগ এবং হাতিরঝিল এলাকায় কাস্তে মার্কায় এ মেয়রপ্রার্থী গণসংযোগের সময় এ কথা বলেন।
এসময় সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সংগঠক জাহিদ হোসেন খান, বিকাশ সাহা, ঢাকা কমিটির নেতা মুর্শিকুল ইসলাম শিমুল, মস্তান শেখ, রাশেদা খানম রুনু, জহিরুল ইসলাম, কল্লোল বনিক, মজিবর রহমান, দীপক শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, ঢাকাবাসীর নাগরিকের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা করা দরকার। এজন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ সংগ্রাম চলবে।
তিনি বলেন, বিগত দিনগুলোতে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন, তারা নাগরিক সেবা নিশ্চিত করতে পারেননি। এখন তারাই আবার প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন। তাই জনগণকে সজাগ থেকে পরিবর্তনের জন্য ন্যায়নিষ্ঠ বিকল্প শক্তির পক্ষে অবস্থান নিতে হবে।
ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, বর্তমান নগরভবন দুর্নীতিগ্রস্ত ও সরকারি দলের সিন্ডিকেটের হাতে জিম্মি। জনগণ নগর ভবনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে নগরভবনকে দুর্নীতিমুক্ত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আরকেআর/এবি