ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচিত হলে বস্তিবাসীদের পুনর্বাসিত করবো: তাবিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
নির্বাচিত হলে বস্তিবাসীদের পুনর্বাসিত করবো: তাবিথ

ঢাকা: ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ব‌লে‌ছেন, রাজধানীর ব‌স্তিবাসী‌দের উচ্ছেদ কর‌তে বারবার প‌রিক‌ল্পিতভা‌বে আগুন লা‌গি‌য়ে দেওয়া হ‌চ্ছে। ব‌স্তিবাসীরা অ‌নেক কষ্টে আ‌ছেন। আমরা নির্বা‌চিত হ‌তে পার‌লে তা‌দের‌ পুনর্বাসন করবো।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসং‌যোগ শুরুর প্রাক্কালে এসব কথা ব‌লেন তাবিথ আউয়াল।  

বিএনপি মনোনীত এ মেয়রপ্রার্থী আরও ব‌লেন, মিরপু‌রে চাঁদাবা‌জি ও মাদক ব্যবসা চল‌ছে।

আমরা বিজয়ী হ‌লে এসব নিমূর্লে কাজ কর‌বো। কাউ‌কে অন্যায় কর‌তে দেওয়া হ‌বে না। মিরপুর গা‌র্মেন্ট শিল্প এলাকা। কিন্তু এখা‌নে কর্মী‌দের নিরাপত্তা নেই। তা‌দের নিরাপত্তায় আমরা কাজ কর‌বো।

এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সমালোচনা করে তাবিথ আরও বলেন, বিএন‌পি চেয়ারপারসন দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কখনও আ‌পোস ক‌রেন না ব‌লেই মিথ্যা মামলায় তা‌কে কারাগারে আট‌কে রাখা হয়েছে। তা‌কে চি‌কিৎসার সুযোগ  দেওয়া হ‌চ্ছে না। ১ ফেব্রয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌লে তা খা‌লেদা জিয়ার প‌ক্ষে যা‌বে। তা‌কে আটক রাখা যা‌বে না। ‌

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নুল আ‌বদিন ফারুক, বিএন‌পির ক্রীড়া বিষয়ক সম্পাদক আ‌মিনুল হক, ৬ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দফতর সম্পাদক এ‌বিএম রাজ্জাক, যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া প‌রিষ‌দের মহাস‌চিব ড. এমতাজ হো‌সেনসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ২টার দিকে ইসিবি চত্বরে পথসভা ও গণসংযোগ করার কথা তাবিথ আউয়ালের।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।