রোববার (২৬ জানুয়ারি) ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সেখানে আরও জানানো হয়, আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবকেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটাকেন্দ্রে গিয়ে মক ভোট দিতে পারবেন।
ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার দুই সিটিতে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ইইউডি/আরবি/