মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ শুরুর আগে উপস্থিত গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার তাপস বলেন, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে, কোনোভাবে যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি আছে। আমরা যেখানেই গণসংযোগ করছি ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী ১ ফেব্রুয়ারি, ঢাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে মেয়র পদে নির্বাচিত করে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেবেন।
ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাপস ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের মাধ্যমে জবাব দেবেন।
নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরকেআর/জেডএস