ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্র পাহারার অধিকার বিএনপিকে কে দিয়েছে: এইচটি ইমাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ভোটকেন্দ্র পাহারার অধিকার বিএনপিকে কে দিয়েছে: এইচটি ইমাম

ঢাকা: আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে পাহারা বসানোর কথা বলেছেন বিএনপি নেতারা। কিন্তু কেন্দ্রে পাহারা বসানোর অধিকার তাদের কে দিয়েছে, এ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন এইচটি ইমাম।

সম্প্রতি আওয়ামী লীগের এক নেতা বলেন- ঢাকা সিটি নির্বাচনে ছাত্রলীগ যেন ভোটকেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নেয়।

সাংবাদিকদরা এ বিষয়টি সামনে আনলে এইচটি ইমাম বলেন, এ কথা মোটেই ঠিক নয়। বরং আমি বলবো, বিএনপি নেতারা বলছেন তারা কেন্দ্রে পাহারা বসাবেন। কে তাদের এই অধিকার দিল? এটা এটি কি আইনসিদ্ধ? কোনো দলই এটা করতে পারবে না।

‘বিএনপি প্রথম থেকে দুটি কাজ করছে, এর একটি হলো- তারা বলছে এ সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। অন্য কাজটি হলো- শুরু থেকেই তারা বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে হেয় করার চেষ্টা করেছে। আমরা গতদিন বলেছিলাম, ২০১৪-১৫ সালে অগ্নিসন্ত্রাসের হোতারা ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের প্রতি কড়া নজর রাখতে হবে, প্রয়োজনে তাদের কাছে থেকে অস্ত্র উদ্ধার করতে হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে। ’

এইচটি ইমাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে এবং তারা পালন করবে সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু অতীতে দেখেছি, নির্বাচনে যখন পরাজয়ের লক্ষণ দেখা যায় হয় বিএনপি বলে, আমরা এখন যাই নির্বাচন সুষ্ঠু হবে না। অথবা তারা বলে সন্ত্রাসী কমর্কাণ্ডের কথা। এবারে সে ধরনের সুযোগ যেন না থাকে।

এইচটি ইমাম ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউসার, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে থেকে সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>> সিটি নির্বাচনে অন্য দেশ যেন মাতব্বরি না করে: এইচটি ইমাম

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০ 
ইইউডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।