শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) টেকনিক্যাল এক্সপার্ট মো. শাহাবুদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে এক শতাংশ ভোটারের আঙুলের ছাপ না মিললে সহকারী প্রিজাইডিং অফিসারের সহযোগিতা এক শতাংশ ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ কেন্দ্রে এক শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মেলায় সহকারী প্রিজাইডিং অফিসারের সহযোগিতা এক শতাংশ ভোট দেওয়া হয়ে গেছে। এমতাবস্থায় যে ভোটাদের আঙুলের ছাপ মিলছে না তাদের সুবিধার্থে সহকারী প্রিজাইডিং অফিসারের অথরাইজ ক্ষমতা আরও এক শতাংশ বাড়ানো হলো।
ইসির টেকনিক্যাল এক্সপার্ট শাহাবুদ্দিন বলেন, প্রতিটি ভোটার তার আঙুলের ছাপ তিনবার দেবেন এরপর যদি না মিলে চতুর্থবার সহকারী প্রিজাইডিং অফিসার আঙুলের ছাপ দিয়ে ভোটারদের সহায়তা করবেন। তবে এক্ষেত্রে ভোটারের কাছে একটি স্লিপ থাকবে এবং সেটি মেশিনেও উল্লেখ থাকবে বলেও জানান শাহাবুদ্দিন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসএমএকে/আরআইএস/