ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জনগণ ইভিএমে আস্থা রাখতে পারছে না: ড. কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
জনগণ ইভিএমে আস্থা রাখতে পারছে না: ড. কামাল

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর আস্থা কম থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন কামাল হোসেন।

গণফোরামের সভাপতি বলেন, জনগণ ইভিএমের ওপর কোনো আস্থা রাখতে পারছে না।

তারা ভাবছে এটা দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। সাড়ে ১০টার মধ্যে একশ’রও কম ভোট পড়েছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ আমিও পেয়েছি।

ইভিএমকে জটিল প্রক্রিয়া অভিহিত করে ড. কামাল বলেন, আমার ভোটার নম্বর বের করতে আধা ঘণ্টা সময় লেগেছে। ভোট দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটা জটিল প্রক্রিয়া। আমার আধা ঘন্টা সময় লেগেছে, অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। আড়াই ঘণ্টার মধ্যে একশ’রও কম ভোট পড়েছে। সবসময় ১০টা থেকেই ভোটারদের বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্ত এখন পর্যন্ত এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে না।

নির্বাচনের সার্বিক পরিস্থিতির নিয়ে এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার মধ্যে দুই হাজার ৬ শ’ ভোটারের মধ্যে একশরও কম ভোট পড়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে মানুষ ইভিএমের ওপর আস্থা রাখতে পারছে না। ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে কিনা তা পরে বোঝা যাবে বলে উল্লেখ করেন তিনি।
 
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিমা আকবর, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>> আমার ভোট দিতে ৩০ মিনিট সময় লেগেছে: ড. কামাল

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।