সিটি নির্বাচনে ভোটার উপিস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি এ কথা বলেন।
আতিকুল বলেন, দেশ উন্নত হচ্ছে, উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে মানুষের ভোট দেয়ার হার কম থাকে।
শুক্র-শনিবার দুইদিন ছুটি থাকায় ঢাকার বাসিন্দাদের অনেকেই বাইরে বেড়াতে গেছেন বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে কিছু ভোটার বাড়লেও তা আশাব্যাঞ্জক ছিল না। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও তা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এজে