শনিবার দিনগত মধ্যরাতে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবেশন মঞ্চ পরিদর্শনে এসে এমন কথা বলেন তিনি । এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমসহ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আতিকুল ইসলাম বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভালো কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করবো। সেটা নিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি তার ইশতেহারে ভালো কিছু আছে।
ভোট নিয়ে তিনি বলেন, অনেকদিন পর এতো ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিদ্ধেশ্বরী স্কুলে এক কেন্দ্রে আমিও ২৯১ ভোট পেয়েছি। তাবিথও ২৯১ ভোট পেয়েছে।
তিনি বলেন, এ ভোটের আমি সন্তুষ্ট। ভোটার না আসার পেছনে কারণ যানবাহন চলাচল করেনি ও শৈত প্রবাহ ছিল বলেও উল্লেখ করেন আতিক।
বাংলাদেশ সময় : ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইইউডি/এসআইএস