ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দুই উপ-নির্বাচন: তদন্ত কমিটি গঠন ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
দুই উপ-নির্বাচন: তদন্ত কমিটি গঠন ইসির

ঢাকা: আসন্ন বগুড়া-১ ও যশোর-৬  আসনের উপ-নির্বাচন সামনে রেখে বিচারকদের সমন্বয়ে দু’টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই কমিটি নির্বাচনপূর্ব সময়ে সব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে।
 
ইসির আইন শাখার উপ-সচিব মো. শরিফ হোসেন হায়দারের স্বাক্ষরে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।


 
এতে বলা হয়েছে- বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী জজ মো. শাহরিয়ার শামসকে নিয়ে গঠন করা হয়েছে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের 'নির্বাচনী তদন্ত কমিটি'।
 
আর যশোর-৬ আসনের নির্বাচনের জন্য যশোরের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) নুর নবী এবং সহকারী জজ রেজাউল করিম বাঁধনকে নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
এই কমিটি উপ-নির্বাচন দু’টির ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী, আসন দু’টিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।