শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রবিউল আলম বলেন, প্রথম দুই-আড়াই ঘণ্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি, ভোটারের উপস্থিতি নাই।
‘একটি কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ৬ জন, অথচ সেখানেও ভোট পড়েছে মাত্র ১টি। কাউকে এজেন্ট হতে হলে তো তাকে ওই কেন্দ্রের ভোটার হতে হয়, তাহলে কী আওয়ামী লীগের এজেন্টরাও ভোটার নন? এ বাদেও ওই কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের অন্তত ২৫ জনকে দেখলাম।
করোনা ভাইরাস আতঙ্ক ও ভোটগ্রহণ প্রসঙ্গে রবিউল আলম বলেন, করোনা ভাইরাস নয়, ভোট ব্যবস্থাপনার জন্য ভোটাররা কেন্দ্রে আসছেন না। ভোটব্যবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে ৭ ভাগ ভোট পড়েছে, অথচ দেখানো হয়েছে ২৫ ভাগ। এবার ০.১ ভাগও কাউন্ট করা যাবে না।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমএইচ/এইচজে