গত ২ এপ্রিল পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে অনুযায়ী, আগামী ৩০ জুন নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে করোনার জন্য সব নির্বাচন স্থগিত রয়েছে। তাই এই নির্বাচনটিও স্থগিত কার্যক্রমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ আসনের নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
শামসুর রহমান শরীফ পাবনা-৪ আসন (আটঘরিয়া-ঈশ্বরদী) থেকে জাতীয় সংসদে পাঁচবার প্রতিনিধিত্ব করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ইইউডি/এমআরএ