ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীপুরে দুইটি ওয়ার্ডে উপনির্বাচন ২০ অক্টোবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
শ্রীপুরে দুইটি ওয়ার্ডে উপনির্বাচন ২০ অক্টোবর

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর নাকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু দাউদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২৬ সেপ্টম্বর বাছাই ও ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ তারিখ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করা যাবে।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু দাউদ বাংলানিউজকে জানান, মৃত্যুজনিত কারণে ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।