ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামালগঞ্জ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী ইকবাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
জামালগঞ্জ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী ইকবাল

সুনামগঞ্জ: আসন্ন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ ছেলে ইকবাল আল আজাদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইকবাল আল আজাদকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ মারা যাওয়ায় ওই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। ইকবাল আল আজাদ প্রয়াত ইউসুফ আল আজাদের ছেলে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।