ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
নওগাঁর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মেলন বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নওগাঁ: বিভিন্ন অভিযোগ এনে নওগাঁর-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম।
 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আত্রাইয়ে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি।

এ সময় ভোট নিয়ে নানা অভিযোগ তুলে সাংবাদিকদের শেখ রেজাউল বলেন, ভোটে কোনো রকম নিয়ম মানা হচ্ছে না। বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা বার বার পুলিশ প্রশাসনকে এসব জানিয়েও কোনো লাভ হয়নি।

তিনি আরও বলেন, সরকারের এটি প্রহসনের নির্বাচন এবং সাজানো নির্বাচন। এই নির্বাচন আমরা মানি না। এজন্য নির্বাচন বর্জন করছি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।