বাগেরহাট: রাত পোহালেই বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং রাজনগর ও পঞ্চকরণ ইউনিয়নের বিভিন্ন পদে উপ নির্বাচন।
জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টির অ্যাডভোকেট শহিদুল ইসলাম তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে উপজেলার ৩৩টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৪৪ হাজার ৬০২ জন পুরুষ ও ৪৪ হাজার ৭৩৫ জন নারী ভোটার রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বাংলানিউজকে বলেন, উপ-নির্বাচন ঘিরে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামালসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। দীর্ঘ ১০ মাস পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩ অক্টোবরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এনটি