ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেরালকাতা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার মোর্শেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
কেরালকাতা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার মোর্শেদ স ম মোর্শেদ

সাতক্ষীরা: কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স ম মোর্শেদ (ভিপি মোর্শেদ) ৬ হাজার ৮০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী স ম মোর্শেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৫ ভোট, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট এবং নেসার আলী আনারস প্রতীকে ৭৬৪ ভোট পেয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।