ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাবার পর শরণখোলা উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের শান্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
বাবার পর শরণখোলা উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের শান্ত 

বাগেরহাট: বাবা কামাল উদ্দিন আকনের মৃত্যুতে শূন্য হওয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে ৫৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৭ ভোট। আর বিএনপি মনোনীত মতিয়ার রহমান খান ধানের শীষ প্রতীক নিয়ে ৬৭৩ ভোট পেয়ছেন।  

শরণখোলা উপজেলা মিলনায়তনে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ এ ফলাফল জানান। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন, শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।  

শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার ছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭ হাজার ৬২৮ ভোটার ভোট দেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। দীর্ঘ ১০ মাস পর ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে হুসেইন মুহাম্মদ 
এরশাদ সরকারের আমলে শান্তর দাদা মরহুম নাছির উদ্দিন আকনও  শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।