ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উজিরপুর ও বাকেরগঞ্জে আ’লীগের প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
উজিরপুর ও বাকেরগঞ্জে আ’লীগের প্রার্থী জয়ী .

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৯ ভোট।

উজিরপুর উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

সাতলায় বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি। সাতলা ইউনিয়নে মোট ২০ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৫৩১ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ৬ হাজার ২৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শওকত হোসেন হাওলাদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৪ ভোট।  

কলসকাঠি ইউনিয়নে মোট ১৯ হাজার ৭৪ ভোটারের ৮ হাজার ৮২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৭৪টি ভোট বাতিল হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।