ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু ভোট দিচ্ছেন এক ভোটার, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে এ আসনের ২১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

সকাল থেকেই আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ, মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজসহ কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

এদিকে আই ই এস কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।