ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেগমগঞ্জে উপ-নির্বাচনে আ.লীগের শাহনাজ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
বেগমগঞ্জে উপ-নির্বাচনে আ.লীগের শাহনাজ জয়ী শাহনাজ বেগম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনাজ বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মঞ্জুরুল আজিম সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ২৫৮ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় রির্টানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিবার্চনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীলীগের শাহনাজ বেগম (নৌকা), বিএনপির মঞ্জুরুল আজিম (ধানের শীষ), জাসদ (রব) মফিজুর রহমান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হোসেন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

১৬টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৯৯৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২৩৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৬টি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা গত ২৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।