ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বিতীয় ধাপে পৌর ভোটে ৩৫৬২ জনের মনোনয়ন জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
দ্বিতীয় ধাপে পৌর ভোটে ৩৫৬২ জনের মনোনয়ন জমা

ঢাকা: দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর— এই তিন পদে ৩ হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে মেয়র পদে ২৬২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৬৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। রোববার ছিল এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এসব পৌরসভা ভোটে মনোনয়নপত্র মঙ্গলবার (২১ ডিসেম্বর) যাচাই বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর আর আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ৩২টিতে কাগজের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।