ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোকসা পৌর নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
খোকসা পৌর নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুষ্টিয়া: প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় এটিই প্রথম কোনো নির্বাচন যে নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এজন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কঠোর অবস্থানসহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় খোকসা উপজেলা থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বাংলানিউজকে বলেন, ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের জন্য ৭২টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। প্রতি পাঁচটি করে ইভিএম মেশিন চলবে, আর তিনটি করে রিজার্ভ থাকবে।

ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারীদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

খোকসায় মেয়র পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।

এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা নির্বাচনে অংশ নিয়েছে।

এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৮৯ জন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।