কুষ্টিয়া: প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় এটিই প্রথম কোনো নির্বাচন যে নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় খোকসা উপজেলা থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বাংলানিউজকে বলেন, ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের জন্য ৭২টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। প্রতি পাঁচটি করে ইভিএম মেশিন চলবে, আর তিনটি করে রিজার্ভ থাকবে।
ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারীদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
খোকসায় মেয়র পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।
এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা নির্বাচনে অংশ নিয়েছে।
এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৮৯ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এনটি