ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুয়াকাটা পৌরসভায় সতন্ত্র প্রার্থী আনোয়ার জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
কুয়াকাটা পৌরসভায় সতন্ত্র প্রার্থী আনোয়ার জয়ী

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার দ্বিতীয় বারের মতো সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আব্দুল বারেক মোল্লা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৮৪ ভোট।  

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ছিল।

এ নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন, কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিটি কেন্দ্রে ১৫ জন পুলিশ সদস্য, একটি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দু’টি স্ট্যান্ড বাই টিম দায়িত্বে ছিল। এছাড়া র‍্যাবের চারটি মোবাইল টিম ও এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য, নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।