ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নলডাঙ্গা পৌরসভার মেয়র আওয়ামী লীগের মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
নলডাঙ্গা পৌরসভার মেয়র আওয়ামী লীগের মনির

নাটোর: নাটোরের নলডাঙ্গা পৌরসভায় বর্তমান মেয়র শফির উদ্দিন মণ্ডলের ছেলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মনিরুজ্জামান মনির ৩ হাজার ৬৩০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত আব্বাস আলী নান্নু (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ হাজার ৯১০ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) মো. সাহেব আলী পেয়েছেন ১ হাজার ১৭৮ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।  

নলডাঙ্গা পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬২৫ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।